ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উরুগুয়ের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ভাজকেজ জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
উরুগুয়ের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ভাজকেজ জয়ী নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন ভাজকেজ

ঢাকা: উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকেজ। তিনি দেশটির সবচেয়ে জনপ্রিয় ও ‘বিশ্বের সবচেয়ে গরীব প্রেসিডেন্ট’ খ্যাত হোসে মুজিকার উত্তরসূরী হচ্ছেন।



রোববার (৩০ নভেম্বর) লাতিন আমেরিকার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশেরও বেশি ভোট পাওয়ায় মুজিকার দল বোর্ড ফ্রন্টের (এফএ) প্রার্থী ভাজকেজকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এর ফলে আবারও প্রেসিডেন্টের গদিতে বসতে যাচ্ছেন ২০০৫ সাল থেকে ২০১০ সাল মেয়াদে দেশের সর্বোচ্চ ভবনে বসবাস করা ভাজকেজ। ২০১০ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা হোসে মুজিকা সাংবিধানিকভাবে এ দফায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় তার সতীর্থ ভাজকেজ নির্বাচনে অংশ নিয়ে এ জয়ের সুযোগ পেলেন বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাজকেজের নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থি একটি রাজনৈতিক দলের প্রার্থী ৪১ বছর বয়সী লুইস লিক্যালে পৌ পেয়েছেন প্রায় ৪২ শতাংশ ভোট।

গত অক্টোবরেই এ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ায়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।