ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৯

ঢাকা: আফগানিস্তানের বাগলান প্রদেশে উপজাতী শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।



স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

আমানুল্লা আমারখিল নামে উত্তরাঞ্চলীয় পুলিশ প্রধান জানান, প্রদেশটির বুরকা জেলায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছেন।

বুরকা জেলা প্রধান তাজ মুহাম্মদ তাকওয়া হামলায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হতে পারে। তবে তারা অক্ষত আছেন বলে নিশ্চিত করেন তিনি।

এখন পর্যন্ত হামরার দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।