ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই বোনের পেটানোর সেই দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
দুই বোনের পেটানোর সেই দৃশ্য

ঢাকা: ভারতের সামাজিক মাধ্যমগুলোতে গত ২৪ ঘণ্টায় একটি ভিডিও নিয়ে হৈ চৈ শুরু হয়েছে। চলন্ত বাসে তিন পুরুষকে দুই বোন মিলে পেটানোর সেই দৃশ্য এখন ‘টক অব দ্য টাউন’।



শুক্রবার হরিয়ানা রাজ্যে একটি বাসে ঘটনাটি ঘটে। কোনো এক যাত্রীর মোবাইল ফোনে ধারণকৃত দৃশ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে সব শ্রেণী পেশার মানুষের কাছে।

রোহটাক জেলার ওই ঘটনা সম্পর্কে বলছিলেন দুই বোন আর্টি ও পুজা। বিবিসি হিন্দিকে পুজা বলেন, তিন তরুণ আমাদের হুমকি ও লাঞ্ছিত করার হুমকি দেয়।

একপর্যায়ে তারা আমাদের শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করা শুরু করে।

২২ বছর বয়সী আর্টি ও ১৯ বছল বয়সী পুজা বলেন, আবার শরীরে হাত দিতে পেটানো হবে এমন হুমকির পরও তারা থামছিল না। অশ্লীল অঙ্গভঙ্গি ও গায়ে হাত দিয়ে যাচ্ছিল।

পুজা বলেন, কেউই আমাদের সাহায্যে এগিয়ে আসল না। তাই আত্মরক্ষার্থে কোমরের বেল্ট খুলে তাদের পেটানো শুরু করলাম।

তিনি বলেন, বাসের কেউ যদি এগিয়ে আসত তাহলে তারা ওই কাজ করতেন না।

ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তাদের সাহসের প্রশংসা করেছেন।

এদিকে এনডিটিভি জানায়, ওই তিন তরুণ সেনাবাহিনী পরীক্ষা দিতে যাচ্ছিল। কিন্তু সোমবার ভারতীয় সেনাবাহিনীর থেকে কৃতকর্মের জন্য তাদের ফরম বাতিল করা হয়।

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার পর নারীর প্রতি যেকোনো সহিংসতা ‘স্পটলাইটে’ চলে এসেছে। শুক্রবারের ঘটনাটির পর পুলিশ ওই তিন ব্যক্তিকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।