ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
যুক্তরাজ্যে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ

ঢাকা: যুক্তরাজ্যে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। প্যারেন্টিং ও প্রেগনেন্সি ওয়েবসাইট বেবিসেন্টার এক জরিপে এমনটি দাবি করেছে।



জরিপে বলা হয়, অলিভার ও জ্যাক এই দুই নামকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নিয়েছে মুহাম্মদ। অথচ গত বছরই মুহাম্মদের স্থান ছিল ২৭ নম্বরে।

১০০টি নামের ওপর জরিপটি চালানো হয়। বেবিসেন্টারের নির্বাহী সম্পাদক সারাহ রেডশো গার্ডিয়ানকে জানান, শীর্ষ ১০০ নামের মধ্যে আরবি নামার আসার অর্থই হচ্ছে যুক্তরাজ্যের সংস্কৃতিতে বৈচিত্র্য এসেছে।

এর আগে ১৯৫০ সালে মুহাম্মদ নামটি শীর্ষস্থান দখল করেছিল।

অন্যদিকে মেয়েদের নামের মধ্যে এগিয়ে আছে নূর নামটি। এর স্থান ২৯। মরিয়ম ৫৯ নম্বর থেকে ৩৫তম স্থানে চলে এসেছে।

আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ব্রিটিশ রাজপরিবারের নামগুলো দিনদিন জনপ্রিয়তা হারাচ্ছে। এদের মধ্যে চার্লি ও হ্যারির অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। উইলিয়াম ও জর্জের স্থান ১২তম ও ১৮তম।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।