ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

ঢাকা: প্রথম দফায় রেকর্ড ভোটের পর জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। অন্যদিকে, পাঁচ দফার বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।



কাশ্মীরে দু’টি এবং জম্মুর তিনটি জেলা নিয়ে মোট ১৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ছত্তিশগড়ে মোট ২০টি আসনে ভোট নেওয়া হচ্ছে।

ভোটগ্রহণ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) রাত থেকেই নির্বাচন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে এবারের নির্বাচেন ১৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকারের মন্ত্রী সাকিনা ইট্টো। এর আগে ২৫ নভেম্বর প্রথম দফায় রেকর্ড একাত্তর শতাংশ ভোট পড়ে।

ছত্তিশগড়ে লড়ছেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং মধু কোড়া। দ্বিতীয় দফায় পয়ত্রিশ জন নারী সহ দু’শ তেইশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। গত ২৫ নভেম্বর প্রথম দফায় ৬২ শংতাশ ভোট পড়ে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।