ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশে আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
পুলিশে আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের ওপর আস্থা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুলিশ সদস্যদের ট্রেনিং পদ্ধতির উন্নতির পাশাপাশি শরীরে পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।



পুলিশ সদস্যদের জন্য পঞ্চাশ হাজার ক্যামেরার কথা উল্লেখ করে ওবামা বলেন, এজন্য ২৬ কোটি ত্রিশ লাখ ডলার বরাদ্দ দেওয়া হবে।

ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মাইকেল ব্রাউন নামে ওই কৃষ্ণাঙ্গকে গুলির ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে নির্দোষ বলে রায় দেয় ‍গ্র্যান্ড জুরি। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে ওবামা বলেন, এটি শুধু ফার্গুসনের সমস্যা নয়, পুরো দেশের। তবে এটি সামধানযোগ্য বলেও উল্লেখ করেন ওবামা।

ওবামার প্রস্তাবিত তহবিল দিয়ে পুলিশের জন্য ৫০ হাজার পরিধানযোগ্য ক্যামেরা কেনা হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের জন্যও এ অর্থ ব্যয় করা হবে।

ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশ ও সাধারণ মানুষের মাঝে যেসব সংঘর্ষের ঘটনা ঘটে সেগুলোর সঠিক প্রমাণ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।