ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে দুই হাজার দম্পতির গণবিয়ে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
ব্রাজিলে দুই হাজার দম্পতির গণবিয়ে (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: রিও ডি জেনেরিও শহরে ইতিহাসের সবচেয়ে বড় গণবিয়ে হয়ে গেল। সম্পতি শহরের ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ২ হাজার ব্রাজিলিয়ান দম্পতি বিয়েতে অংশগ্রহণ করেন।



বিয়ের খরচ চালাতে অক্ষম এমন কম আয়ের মানুষের জন্য স্থানীয় প্রশাসন এই গণবিয়ের আয়োজন করে।

কর্তৃপক্ষ দম্পতি ও তাদের অতিথিদের জন্য বিশেষ যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করে। মারাকানাজিনহো এলাকায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ১২ হাজারের মতো মানুষ অংশগ্রহণ করে।

যেসব দম্পতির মাসিক আয় সর্বোচ্চ এক হাজার মার্কিন ডলার তারাই এ বিয়েতে অংশ নেন। অবশ্য এদের মধ্যে অনেকেই একসঙ্গে কয়েক বছর ধরে থাকছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।