ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় জাতিসংঘ বহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
সোমালিয়ায় জাতিসংঘ বহরে বোমা হামলা

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জাতিসংঘের গাড়ি বহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ ক’জন নিহত হয়েছে।



বুধবার (০৩ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মোগাদিসু বিমানবন্দরের কাছে জাতিসংঘের কূটনীতিকদের গাড়ি বহর ও এর নিরাপত্তা বহরের মাঝামাঝি স্থানে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।

হামলাস্থলের অদূরেই জাতিসংঘ, ব্রিটিশ ও ইতালিয়ান দূতাবাস এলাকা।

বুধবারের এ হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে এ ধরনের হামলার জন্য আল-শাবাব জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়ে থাকে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বিকট শব্দে বিস্ফোরণের পর কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পরে কিছু সংখ্যক লোককে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এদের মধ্যে বেশ ক’জন হতাহত হয়েছেন।

অবশ্য, সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ি বোমা হামলার পর তিন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। কূটনীতিক কেউ নিহত না হলেও ‍আহত হয়েছেন কিনা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।