ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের ওপর ইরানের হামলাকে যুক্তরাষ্ট্রের স্বাগত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
আইএসের ওপর ইরানের হামলাকে যুক্তরাষ্ট্রের স্বাগত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখলে রাখা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরানের যেকোনো হামলাকে ইতিবাচক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইএস বিরোধী ৬০ দেশের জোটের শীর্ষ বৈঠকে ইরানের হামলাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।

খবর: আল-জাজিরা ও বিবিসির।

বৈঠকে কেরি আইএসের ওপর জোটের আক্রমণের প্রশংসা করে বলেন, এতে আইএসের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এর আদর্শ, অর্থায়ন ও সদস্য অর্ন্তভূক্তি বন্ধ করতে হবে।

বুধবার ন্যাটোর সদর দপ্তরে আইএস বিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এটাই ছিল জোটের সর্বোচ্চ শীর্ষ বৈঠক।

এদিন পেন্টাগন জানায়, গত কয়েকদিন ধরে ইরানের জঙ্গি বিমান এফ-৪ ফ্যান্টম ইরাকের পূর্বাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে তেহরানের পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরব ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর ৬০টি দেশ আইএস বিরোধী জোট করলেও ইরান শুরু থেকেই ওই জোটের বাইরে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।