ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা

বিচার বিভাগীয় তদন্তের নিদের্শ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, ডিসেম্বর ৪, ২০১৪
বিচার বিভাগীয় তদন্তের নিদের্শ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। চার মাস আগে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এরিক গার্নার নিহত হন।



গ্রান্ড জুরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার তদন্তের ঘোষণা দেন।

এই ঘোষণার ফলে একপক্ষ নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা আগামী সপ্তাহে ওয়াশিংটনে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

গত ১৭ জুলাই নিউইয়র্কের রাস্তায় ৪৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এরিক গার্নারকে শুল্কহীন সিগারেট বিক্রির সন্দেহে থামানো হয়। পুলিশের সঙ্গে কিছুক্ষণ তর্ক করার পর তাকে মাটিতে ফেলে গুলি করে পুলিশ। পরবর্তীতে গার্নার মারা যান।

এই ঘটনায় শ্বেতাঙ্গ ওই পুলিশ কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পর গত সপ্তাহে মিজৌরির ফার্গুসনে ব্যাপক সংঘর্ষ হয়। এরপরই আজ তদন্তের সিদ্ধান্ত আসল।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।