ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ডিসেম্বর ৬, ২০১৪
চীনের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার জো ইয়াংকাং

ঢাকা: চীনের সাবেক নিরাপত্তা প্রধান জো ইয়াংকাং গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষগ্রহণ, ব্যভিচার ও রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে।



এসব অভিযোগ তদন্ত করতেই আনুষ্ঠানিকভাবে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর নিশ্চিত করেছে।

জো দেশটির নয় সদস্য বিশিষ্ট পলিটব্যুরো স্টান্ডিং কমিটির অন্যতম ক্ষমতাবান সদস্য ছিলেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

 ‘মারাত্মক আইন লঙ্ঘন’ করার জন্য গত জুলাই থেকে তিনি সরকারের নজরে ছিলেন। ২০১৩ সালের অক্টোবরের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

শিনহুয়া এক প্রতিবেদনে জানায়, জো ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রী ও আত্মীয়স্বজনদের সম্পদের পাহাড় গড়তে সাহায্য করেছেন। এর ফলে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।