ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ড্রোনে আল-কায়েদার ৯ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ইয়েমেনে ড্রোনে আল-কায়েদার ৯ সদস্য নিহত

ঢাকা: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন নয় আল-কায়েদা সদস্য নিহত হয়েছে। ডনের খবরে বলা হয়, শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাবওয়া রাজ্যে ড্রোন হামলা চালানো হয়।



একই এলাকায় মার্কিন কমান্ডো বাহিনী সাংবাদিক লুক সমার্সকে উদ্ধারে ব্যর্থ অভিযান চালায়। লুক সমার্স আল-কায়েদার গুলিতে নিহত হন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, সাবওয়া রাজ্যের নুসাব এলাকায় আল-কায়েদার অবস্থান লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আল-কায়েদা নেটওয়ার্কের ৯ সদস্য নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে এমন খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।