ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭

ঢাকা: নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।

স্থানীয় সময় রোববার (০৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রাজধানী কাঠমাণ্ডু থেকে চারশ’ কিলোমিটার পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ কর্মকর্তা কেশ বাহাদুর শাহি জানান, পোখারাকাদা জেলার কাছাকাছি বাসটি সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে বাসটি ছয়শ’ মিটার নিচে খাদে পড়ে যায়।

৩৮ আসনের বাসটি ৬৭ জন যাত্রী বহন করছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম। দুর্ঘটনাস্থলে ১৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।

সড়কের দুর্বল অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ও চালকদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নেপালে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।