ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতাল ছাড়ছেন পেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
হাসপাতাল ছাড়ছেন পেলে পেলে

ঢাকা: সন্তোষজনক সুস্থতা লাভের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরতে পারেন।



মূত্রাশয়ের সংক্রমণে আক্রান্ত হয়ে গত ২৪ নভেম্বর হাসপাতালটিতে ভর্তি হন এ ফুটবল গ্রেট। তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পরে অবশ্য, কঠিন সময় কাটিয়ে উঠেন তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী এ ব্রাজিলিয়ান। এমনকি হুঁশ ফিরে পেয়ে তিনি ভালো আছেন বলে ভক্তদের জানিয়ে দেন।

সোমবার (০৮ ডিসেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, পেলের বর্তমান শারীরিক অবস্থা সন্তোষজনক। হাসপাতালের চিকিৎসকরা তাকে মঙ্গলবারই ছাড়পত্র দিতে সম্মত হয়েছেন।

কিছু দিন আগেই কিডনিতে অস্ত্রোপচার হয়েছিল এ ফুটবল গ্রেটের। কিডনিতে পাথর ধরা পড়ার পর অস্ত্রোপচারের ধকল সামলাতে বিশ্রামেই ছিলেন তিনি।

৭৪ বছর বয়সী এই ব্রাজিলীয় ফুটবলারের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।