ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভস্থল পরিষ্কার করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
হংকংয়ে বিক্ষোভস্থল পরিষ্কার করছে পুলিশ সংগৃহীত

ঢাকা: বিক্ষোভকারীদের অবস্থান সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভস্থল থেকে ব্যারিকেড সরিয়ে নিচ্ছে হংকং কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।



এর আগে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওই স্থল ত্যাগের নির্দেশ দেয়। পুলিশের এ নির্দেশ অমান্য করে অনেকে সেখানে অবস্থান করার ঘোষণা দেয়।

তবে অবস্থানরত বিক্ষোভকারীদের সংখ্যা সামান্যই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই পুলিশ বিক্ষোভস্থলে অবস্থান নিয়ে ব্যারিকেড সরানো শুরু করে।

গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ফের সংঘর্ষ হয়। দু’মাস ধরে চলা বিক্ষোভে অ্যাডমিরালটি এলাকায় লাং রোডের ওই ঘটনাটিই ছিল সবচেয়ে বড় সংঘর্ষ। ওই ঘটনার পর বিক্ষোভকারীদের ফের রাস্তায় না নামতে হুঁশিয়ারি করেন দেশটির প্রধান নির্বাহী লিউয়াং।

এছাড়া হংকং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবি জানিয়ে অনশনের ঘোষণা দেন জনপ্রিয় ছাত্রনেতা জশু ওঙ। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আরো কয়েকজন।

২০১৭ সালে হংকংয়ের জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছাড়া নেতা নির্বাচন করার দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।