ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় ছয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
কাবুলে আত্মঘাতী হামলায় ছয় সেনা নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন আফগান সেনা নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে।



খবরে বলা হয়, হামলাকারী হেঁটে সৈন্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। তালেবান হামলার দায় স্বীকার করেছে।

এক সপ্তাহের মধ্যে রাজধানী কাবুলে এটি দ্বিতীয় হামলার ঘটনা। অথচ মাস খানেক আগে ব্যর্থতার দায় নিয়ে কাবুলের পুলিশ প্রধান পদত্যাগ করেছিলেন।

সেপ্টেম্বরে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার ক্ষমতায় বসে দেশটিতে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও সংঘর্ষ থামেনি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হামলার ঘটনা ঘটছে। হামলা হচ্ছে কখনো পুলিশকে লক্ষ্য করে, কখনো সেনাবাহিনী, কখনো বা সরকারি বা বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।