ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের কাছ থেকে আরেকটি শহর পুনরুদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
বোকো হারামের কাছ থেকে আরেকটি শহর পুনরুদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকা: আরো একটি দখলকৃত নাইজেরীয় শহর হারাল বোকো হারাম। চাদ ও নাইজার বাহিনীর যৌথ অভিযানে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দামাসাক থেকে বিতাড়িত হয়েছে বোকো হারাম।



বুধবার (১৮ মার্চ) দামাসাক পুনরুদ্ধারের কথা নিশ্চিত করেছেন নাইজার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইকেল লেদ্রু।

লড়াইয়ে অন্তত ২২৮ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানান লেদ্রু। সেসঙ্গে একজন নাইজার সেনাসদস্য নিহত হয়েছেন এ লড়াইয়ে।

গত বছরের ২৪ নভেম্বর দামাসাক দখল করে নেয় বোকো হারাম। সেই সঙ্গে গত বছর নাইজেরিয়ার অনেক এলাকাই দখল করে নেয় সংগঠনটি। ছয় বছর ধরে ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য লড়াই করে যাচ্ছে পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।