ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগস্টের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
আগস্টের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণ

ঢাকা: পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মরণঘাতী ইবোলা ভাইরাস চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নিয়ন্ত্রণ সম্ভব হবে। জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান বিবিসিকে এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।



শুরুতে ইবোলা মোকাবেলায় জাতিসংঘ কিছু ভুল পদক্ষেপ নিয়েছিল বলে স্বীকার করেন মিশনের প্রধান ইসমাইল আউল্ড চেখ। ইবোলায় এক বছরে পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

  মেডিসিনস সানস ফ্রন্টিয়ার জানায়, সংশ্লিষ্টরা সময়মতো পদক্ষেপ না নেওয়ায় এতগুলো মানুষ নিহত হয়েছেন।

দাতব্য সংস্থাটির মতে, প্রথম প্রথম স্থানীয় সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাহায্য চাওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি।

আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসমাইল আউল্ড চেখ বলেন, প্রথম যখন ভাইরাস হানা দেয় তখন সবার মধ্যে এটি সম্পর্কে তেমন জানাশোনা ছিল না। কিছু অবহেলাও হয়েছে। তবে এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি।

তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট তারিখ দিতে না পারলেও গীষ্মের মধ্যেই এ ভাইরাস আর থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।