ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে তিন ‘সন্ত্রাসী’কে গুলি করে হত্যা করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
চীনে তিন ‘সন্ত্রাসী’কে গুলি করে হত্যা করেছে পুলিশ

ঢাকা: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে তিন ছুরিধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তাদেরকে জিনজিয়াংয়ের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করা হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরে এ ঘটনা ঘটে। এসময় এক নারীও আহত হন।

সাম্প্রতিক বছরগুলোয় জিনজিয়াং প্রদেশের উইঘুর জনগোষ্ঠি বেশ কিছু হামলা ও সংঘাতের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনাকে পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিহ্নিত করেছে।

সোমবারের ঘটনার ব্যাপারে মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকালে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।