ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েনায় পরমাণু আলোচনায় সফলতার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ভিয়েনায় পরমাণু আলোচনায় সফলতার ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: ভিয়েনায় ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চলমান আলোচনা সফল হয়েছে বলে ঘোষণা এসেছে।

সেখানে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) এ খবর জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদমাধ্যমকে এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, মূল বাঁধা দূরীভূত হয়েছে।

নাম প্রকাশ না করে দুই ইরানি কূটনীতিকের বরাত দিয়ে অপর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) ‘চূড়ান্ত পরিকল্পনা’ বিষয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈঠক আহ্বান করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএইচ

** মঙ্গলবারেই সমাধান পরমাণু আলোচনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।