ঢাকা: চীনে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ২০ বিদেশি পর্যটককে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকান ও ভারতীয় নাগরিকও রয়েছেন।
চীনা নিরাপত্তা বাহিনী ও ব্রিটিশ পররাষ্ট্র অধিদফতরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বুধবার (১৫ জুলাই) এ খবর দিয়েছে।
চীনা নিরাপত্তা বাহনী জানায়, উত্তরাঞ্চলে আটক এই বিদেশি পর্যটকদের মধ্যে অনেকের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সংশ্লিষ্টতা রয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
অবশ্য ২০ জনের মধ্যে ১১ জনকে স্বদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে চীন সরকার। তবে, বাকিদের মঙ্গোলিয়ার ভেতরে বন্দিশালায় আটকে রাখা হচ্ছে।
চীন প্রশাসনের দাবি, আটক পর্যটকদের মধ্যে কিছু তাদের হোটেলে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনের অপপ্রচারের ভিডিও দেখছিলেন। পাঁচ দক্ষিণ আফ্রিকান, তিন ব্রিটিশ ও এক ভারতীয় নাগরিক এই কার্যক্রমে জড়িত থাকায় তাদের আটকে রাখা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র বলেন, আটক নাগরিকদের সঙ্গে দেখা করেছেন আমাদের কর্মকর্তারা। আমরা চীনা প্রশাসনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি চীনা পররাষ্ট্র বিভাগ ও দক্ষিণ আফ্রিকান দূতাবাস। ভারতীয় দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এইচএ/