ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি আলোচনাকে মোল্লা ওমরের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
শান্তি আলোচনাকে মোল্লা ওমরের সমর্থন মোল্লা ওমর / ছবি: সংগৃহীত

ঢাকা: আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনাকে সমর্থন জানিয়েছে তালেবান নেতা মোল্লা ওমর। বুধবার (১৫ জুলাই) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।



ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত এক বার্তায় মোল্লা ওমর সরাসরি আলোচনার প্রসঙ্গ না টানলেও ইসলামে ‘শান্তিপূর্ণ আলোচনা’র কথা বলা হয়েছে বলে জানান।

বার্তায় শীর্ষ এ তালেবান নেতা বলেন, আমরা যদি ধর্মীয় অনুশাসনের দিকে তাকাই তাহলে দেখতে পাবে সেখানে শত্রুদের সঙ্গেও শান্তিপূর্ণ আলোচনার কথা বলা হয়েছে।

গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পর্যটন নগরী মুররেতে তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়। ১৩ বছরের যুদ্ধের অবসানকল্পে এই প্রথমবারের মতো দুই পক্ষ মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিকভাবে এ পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।