ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মক্কায় ক্রেন দুর্ঘটনা

বিন লাদেন গ্রুপের কাজে সাময়িক স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিন লাদেন গ্রুপের কাজে সাময়িক স্থগিতাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: মক্কার পবিত্র মসজিদ আল হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট বিন লাদেন গ্রুপকে নতুন প্রকল্পে কাজ শুরুর ব্যাপারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সৌদি সরকার এ স্থগিতাদেশের কথা জানায়।

প্রতিষ্ঠানটির কাজের সার্বিক মূল্যায়ন শেষেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির পর আল হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ে। এ ঘটনায় একশ সাতজন হজযাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত দুই শতাধিক। এই বর্ধিতাংশের কাজ করছিল সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর একটি ‘বিন লাদেন গ্রুপ’।

এদিকে, ক্রেন দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক প্রতিবেদনে ‘ভারসাম্যে হেরফের’ ও ‘খারাপ আবহাওয়া’কেই দায়ী করেছেন সৌদি তদন্তকারীরা।

এর আগে ২০০৬ সালেও এমন এক দুর্ঘটনায় শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে এর পর থেকেই সৌদি কর্তৃপক্ষ হজের মূল অংশ ও পরিবহনখাতে ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।