ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোলিশ চলচ্চিত্রকার মার্সিন ওরোনার আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পোলিশ চলচ্চিত্রকার মার্সিন ওরোনার আকস্মিক মৃত্যু মার্সিন ওয়ারনার

ঢাকা: পোলিশ চলচ্চিত্র পরিচালক মার্সিন ওরোনার মাত্র ৪২ বছর বয়সে আকস্মিকভাবে মারা গেছেন। গত সপ্তাহে টরেন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে তার নতুন হরর মুভি ‘ডেমনে’র।



পোলিশ ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর মিচেল ওলেসজায়েক শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানান, ওরোনা শুক্রবার রাতে আকস্মিকভাবে মারা গেছেন।

তবে পুলিশি তদন্তের আগে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

নতুন সিনেমা নিয়ে ওরোনা বাল্টিক সিটি অব গডেনিয়ার একটি ফেস্টিভ্যালে অংশ নিতে স্থানীয় একটি হোটেলে অবস্থান করছিলেন।

গডেনিয়া পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ উদ্ধার করে মার্সিন ওরোনার স্ত্রীকে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় জানায়। পরে তার পরিচয় মেলে।

ওরোনা এই মুহূর্তে পোল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান ও মেধাবী চলচ্চিত্রকার হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।