ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদদলিতের ঘটনায় হাজিদেরকেই দুষলেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
পদদলিতের ঘটনায় হাজিদেরকেই দুষলেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত

ঢাকা: মিনায় পদদলিত হয়ে ৭১৯ জনের মৃত্যুর ঘটনায় হাজিদেরকেই দায়ী করেছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮৬৩ জন হাজি।

পদদলিতের এ ঘটনাকে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক উল্লেখ করে বিবৃতিতে খালিদ আল-ফালিহ বলেন, হাজিরা কর্তৃপক্ষের নির্দেশ না মানার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী দলকে।

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের মক্কার হাসপাতালগুলোয় নিয়ে যাওয়া হয়েছে। যদি প্রয়োজন হয়, দেশের অন্যান্য শহরের হাসপাতালগুলোয়ও তাদের স্থানান্তর করা হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ বলেছেন, এ দুর্ঘটনার পর হজ পরিচালনা সংক্রান্ত পরিকল্পনা পুনরায় নিরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, খুব সম্ভবত হাজিদের বিপরীতমুখী দু’টো স্রোত পরস্পরকে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেছেন, উচ্চ তাপমাত্রায় সৃষ্ট অবসাদও এ দুর্ঘটনার কারণ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএইচ

** মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ৭১৯
** মিনায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৩
** সৌদিতে হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
** মিনায় পদদলিত হয়ে মৃতের ঘটনায় খালেদার শোক
** মিনায় পদদলিত হয়ে দেড়শ হাজির মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।