ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ঢাকা: চীনের হুনান প্রদেশে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১১ জন।



শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির সংবাদসংস্থা সিনহুয়া জানায়, সংঘর্ষে আরো দুটি যানবাহন আক্রান্ত হয়। এর মধ্যে একটি যানবাহন গাঢ় ধোঁয়ার মধ্যে বিস্ফোরিত হয়।

এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চীনে ট্রাফিক আইনের প্রয়োগ ও দূরপাল্লার যাতায়াত ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে প্রতি বছর দেশটির দুই লাখ লোক সড়ক দুর্ঘটনায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।