ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে সিরিয়ায় ফ্রান্সের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএস দমনে সিরিয়ায় ফ্রান্সের হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি দমনে সিরিয়ায় প্লেন হামলা করেছে ফ্রান্স।

রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে এ হামলার বিষয়ে নিশ্চিত করা হয়।

বলা হয়েছে, ফ্রান্স জঙ্গিঘাঁটিগুলো চিহ্নিত করে এ হামলা চালাচ্ছে। এর আগে তারা বেশ কিছু দিন শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করে।

সিরিয়ার ওই সব জঙ্গিঘাঁটি অঞ্চলে সহযোগী রাষ্ট্রসমূহের সহায়তায় ফ্রান্স এ হামলার সমন্বয় করছে। ইতোপূর্বে ইরাকে আইএস’র লক্ষ্যবস্তুতে হামলা করেছিল দেশটি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।