ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাঙ্গুইয়ে দাঙ্গা, জেল পালিয়েছে কয়েকশ’ কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বাঙ্গুইয়ে দাঙ্গা, জেল পালিয়েছে কয়েকশ’ কয়েদি ছবি: সংগৃহীত

ঢাকা: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ে দাঙ্গার ঘটনায় একটি কারাগারের কয়েকশ’ কয়েদি পালিয়ে গেছে।

শনিবার মুসলিম এক ট্যাক্সিচালকের মৃত্যুকে কেন্দ্র করে খৃস্টান মিলিশিয়া বাহিনী ও স্থানীয় একটি মুসলিম গ্রুপের মধ্যে এ দাঙ্গার সূত্রপাত হয়।

তিনদিনের এ দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

সোমবার খৃস্টান মিলিশিয়া বাহিনী বাঙ্গুইয়ের ওই কারাগারে হামলা চালিয়ে কয়েকশ’ কয়েদি এবং ওই মিলিশিয়া বাহিনীর সদস্যদের পালিয়ে যেতে সাহায্য করে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

২০১৩ সালে সংঘাতমুখর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অভ্যুত্থান করে মুসলিম বিদ্রোহী গ্রুপ ‘সেলেকা’। গত দুই বছরের নানা সংঘাতে ঘরছাড়া হয়েছেন দেশটির অসংখ্য মানুষ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।