ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ‘দুজুয়ান’র আঘাত, হতাহত ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
তাইওয়ানে ‘দুজুয়ান’র আঘাত, হতাহত ৩ শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: আঘাত হেনে তাইওয়ান অতিক্রম করেছে সুপার টাইফুন দুজুয়ান। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাইওয়ান অতিক্রম করে টাইফুনটি।



দুজুয়ানের আঘাতে ২ জন নিহত এবং ৩২৪ জন আহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন ৬ পর্বতারোহী।

প্রবল বাতাসে গাছ ও সাইনবোর্ড চাপা, সড়ক দুর্ঘটনা এবং ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাইওয়ানের সেন্ট্রাল ইমারজেন্সি অপারেশন সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

রোববার বিকেলে তাইওয়ান উপকূলের কাছাকাছি পৌঁছে সুপার টাইফুনে পরিণত হয় ‘দুজুয়ান’।

গত মাসে টাইফুন ‘সুদেলর’ বেশ তাণ্ডব চালায় দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।