ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সংকট

পুতিনকে সেনা পাঠাতে অনুমতি দিল রাশিয়ান সংসদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পুতিনকে সেনা পাঠাতে অনুমতি দিল রাশিয়ান সংসদ

ঢাকা: সিরিয়া সংকট নিরসনে সেখানে সেনা পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাশিয়ার সংসদ।

পুতিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির সংসদের উচ্চকক্ষ এ অনুমোদন দেয়।

রাশিয়ান প্রেসিডেন্টের মূখ্য প্রশাসনিক কর্মকর্তা সার্জেই ইভানভ এক টেলিভিশন বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন।

বক্তৃতায় ইভানভ বলেন, পররাষ্ট্র নীতিতে কোনো লক্ষ্য অর্জনের জন্য এই অনুমোদন দেওয়ার প্রয়োজন নেই। তবে রাশিয়ার জাতীয় স্বার্থ বিবেচনায় এর দরকার রয়েছে।

রাশিয়ান সংবিধান অনুযায়ী সিরিয়ায় অভিযান পরিচালনার আগে পুতিন সংসদে এর পক্ষে আবেদন করেন। এর আগে ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়ায় অভিযানের আগেও এমন একটি আবেদনের প্রেক্ষিতে সেনা অভিযানের অনুমতি পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।