ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে রুশ দূতাবাসে জোড়া রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
দামেস্কে রুশ দূতাবাসে জোড়া রকেট হামলা ছবি: এএফপি

ঢাকা: দামেস্কে রুশ দূতাবাসে জোড়া রকেট হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় মস্কোর অভিযানকে সমর্থন জানাতে তিন শতাধিক স্থানীয় সেখানে জমায়েত হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে দামেস্কের মাজরা এলাকায় অবস্থিত রুশ দূতাবাস প্রাঙ্গনে রকেট দু’টি আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এলদার কারবানোভের বরাত দিয়ে রুশ সংবাদসংস্থা ইন্টারফেক্স জানিয়েছে, এ সময় সমর্থকরা রাশিয়ার পতাকা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বড় বড় ছবি নিয়ে স্লোগান দিচ্ছিল।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, রকেট দু’টি রাজধানীর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলকৃত এলাকা থেকে ছোড়া করা হয়েছে।

এর আগেও রুশ দূতাবাস হামলার শিকার হয়েছে। সিরিয়ায় অভিযান শুরুর নয়দিন আগে ২১ সেপ্টেম্বর দামেস্কস্থ দূতাবাসে শেল হামলার ঘটনা ঘটে। চলতি বছর মে মাসেও দূতাবাস প্রাঙ্গনে মর্টার হামলার ঘটনা ঘটে। এতে সেসময় একজন নিহত হয়। এর আগে এপ্রিল মাসে অপর এক মর্টার হামলায় তিনজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।