ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি ডোনাল্ডের, নিন্দা হোয়াইট হাউসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি ডোনাল্ডের, নিন্দা হোয়াইট হাউসের

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে সব মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশটির রিপাবলিকান দলের নেতা আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

দেশটিতে সন্ত্রাসী হামলা রোধে সোমবার (০৭ ডিসেম্বর) এক বক্তব্যে তিনি এই দাবি জানান।



সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার পরই ডোনাল্ডই প্রথম এ দাবি তুললেন।
তার এ দাবিকে কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউস।

ডোনাল্ডের এমন দাবির পরিপ্রেক্ষিতে তাকে উদার হওয়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, রিপাবলিকানের এই বিদ্রোহী নেতা বিদ্রুপকারী হিসেবে উঠে-পড়ে লেগেছেন।

তিনি বলেন, আমি মনে করি, তিনি যা করছেন, তাতে মনে হচ্ছে আমেরিকাকে মানববিদ্বেষী হিসেবে বিভক্ত করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, শুধু ধর্ম বিবেচনা করে কাউকে আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া হবে বৈষম্যমূলক আচরণ, এটি করা উচিত হবে না।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
টিআই

** যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।