ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলা হুমকিতে এয়ার ফ্রান্স প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
হামলা হুমকিতে এয়ার ফ্রান্স প্লেনের জরুরি অবতরণ

ঢাকা: বোমা হামলার হুমকিতে এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। তবে কারা ও কিভাবে এ হামলার হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।



হুমকির পর স্যান ফ্রান্সিসকে থেকে প্যারিসের উদ্দেশ্যে উড়াল দেওয়া এয়ারলাইন্সটির এএফ৮৩ উড়োজাহাজটি মন্ট্রিয়লের ট্রুডো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তবে অবতরণের পর যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উড়োজাহাজটিতে ২৩১ জন যাত্রী ও ১৫ জন ক্রু রয়েছেন বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন। তারা এয়ার ফ্রান্সের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়নের পর প্যারিসগামী এয়ার ফ্রান্সের এএফ ৬৫ ও এএফ৫৫ নামে যাত্রীবাহী দু’টি প্লেনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে দিক পরিবর্তন করে প্লেন দু’টির একটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি শহরে ও আরেকটি কানাডার হালিফেক্সে অবতরণ করে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১২২৩ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।