ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিশ্ব ভোগবিলাসে অন্ধকারাচ্ছন্ন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
‘বিশ্ব ভোগবিলাসে অন্ধকারাচ্ছন্ন’ ছবি: সংগৃহীত

ঢাকা: পোপ ফ্রান্সিস বলেছেন, ভোগবিলাস, সম্পদ ও অপব্যয়ে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে ‘ক্রিসমাস ইভ’-এ সেন্ট পিটার্স বাসিলিকায় কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।



বক্তব্যে পোপ বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিকের প্রতি ক্রিসমাস দিবস উদযাপন করতে গিয়ে উন্মত্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যিশুখ্রিস্ট পৃথিবীবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে এসেছিলেন। ভোগবিলাস, সম্পদ ও অপব্যয়ের সমাজে কিভাবে শান্ত জীবনযাপন করতে হয়, তা তিনি শিখিয়ে গেছেন। ধর্মপ্রাণ, সহানুভূতিশীল ও ক্ষমাশীল হতে উপদেশ দিয়েছেন যিশু। আমাদের তার দেখানো পথে চলা উচিত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারের বেলকনি থেকে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন পোপ ফ্রান্সিস।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।