ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
জার্মানিতে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা

ঢাকা: জার্মানির বায়ার্ন মিউনিখে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ বলছে, একটি পরিকল্পিত জঙ্গি হামলা নতুন বছরে হতে পারে।

ফলে সব ধরনের ভিড়, জনসমাগম এড়িয়ে যেতে বলা হয়েছে।

টুইট বার্তায় মিউনিখে পুলিশ তাদের এ আশঙ্কার কথা জানিয়েছে। ইতোমধ্যে ট্রেন স্টেশন এবং খালি জায়গা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি থাকায় কোনো ট্রেন এই শহরে থামছে না।

এদিকে অপর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বলা হয়েছে, তথ্য আছে হামলার। এ জন্য জনগণকে সতর্ক করা হলো। এ বিষয়ে আরও বিস্তারিত জানা হচ্ছে।

উল্লেখ্য, গোটা ইউরোপ জুড়ে নতুন বছরকে ঘিরে রয়েছে সতর্ক অবস্থা।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।