ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ নথিতে ন্যাটো জাতীয় নিরাপত্তার ‘হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
রুশ নথিতে ন্যাটো জাতীয় নিরাপত্তার ‘হুমকি’

ঢাকা: ন্যাটোকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে নথিভুক্ত করেছে রাশিয়া। এ সংক্রান্ত একটি আদেশপত্রে স্বাক্ষরও করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পুতিন এ নথিতে স্বাক্ষর করেন। প্রতি ছয় বছর পরপর এই নিরাপত্তা নীতি হালনাগাদ করা হয় রাশিয়ায়।

নথিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পদক্ষেপ রাশিয়ার জাতীয় ও পররাষ্ট্রনীতির বিপরীত। বিশ্বকে হাতের মুঠোয় নিতে এই দেশগুলো সবসময়ই সচেষ্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন স্নায়ুযুদ্ধ সবে মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন নেতৃত্বে গড়ে ওঠে ন্যাটো। বর্তমানে এ জোটের সদস্য সংখ্যা ২৮।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।