ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ৬৫

ঢাকা: লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে জিতেনে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাক বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুই শতাধিক।



বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে রাজধানী ত্রিপোলির ১৬০ কিলোমিটার দূরের উপকূলীয় শহরটির ওই প্রশিক্ষণ কেন্দ্রের ফটকে এ হামলা চালানো হয়।

জিতেন শহরের মেয়র মিফতাহ লাহমাদি একটি বার্তা সংস্থাকে বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত চারশ সদস্য সমবেত হয়েছিলেন। এসময়ই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদ সংস্থা লানা জানায়, সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রাতঃপ্রশিক্ষণ চলাকালে ট্রাক বোমার বিস্ফোরণ ঘটলে অন্তত ৬৫ জন নিহত হয়। আহত হয় আরও দুই শতাধিক।

শহরের প্রধান হাসপাতালের চিকিৎসক আবদেল-মোতলেব বিন হালিম জানিয়েছেন, আহতদের বেশ কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে প্রশাসন চারটি হাসপাতালে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

এটি আত্মঘাতী হামলা হলেও কারা চালিয়েছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু বলা হয়নি। কোনো সংগঠনও এর দায়িত্ব স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬/আপডেট: ১৭৪৮ ঘণ্টা/আপডেট: ২১৫৯ ঘণ্টা
এইচএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।