ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে পিকনিকে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।



খবরে বলা হয়, রোববার দেশটির উত্তর প্রদেশে জিপে করে পিকনিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের ইয়ামনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জিপের চাকা বিস্ফোরিত হয়।

এতে অস্ট্রেলিয়া প্রবাসী অনামিকা দত্ত (৪৫), তার ১৫ বছরের মেয়ে পিপাসা, ১২ বছরের মেয়ে নীতিকা, ২০ বছর বয়সী ছেলে তিরভিজাই এবং অনামিকার ২৫ বছর বয়সী ছোটবোন সোনিয়ার মৃত্যু হয়।

আর অনামিকার স্বামী রুপেন্দ্র দত্ত ও বাবা এ কে পালিওয়ালও আহত হয়েছেন।

অস্ট্রেলিয়া প্রবাসী রুপেন্দ্র ভারতে ছুটি কাটাতে এসেছিলেন। অস্ট্রেলিয়ার এডিলেডে রেস্তোরাঁ ব্যবসায়ী রুপেন্দ্রের পরিবারের সব সদস্য সেখানকার নাগরিক।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার নারী-শিশুর মৃত্যু হয়। আর তিরভিজাইকে আহত অবস্থায় স্থানীয় মাথুরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের মুখপাত্র নরেন্দর সিং বলেন, জিপের চাকার টায়ার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।