ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্চে বন্ধ হয়ে যাচ্ছে জাপানের সেই স্টেশনটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মার্চে বন্ধ হয়ে যাচ্ছে জাপানের সেই স্টেশনটি

ঢাকা: শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্য জাপানে দীর্ঘদিন ধরে চালু স্টেশনটি বন্ধ হয়ে যাচ্ছে চলতি বছর মার্চে।

না, হঠাৎ করেই ‘গুড গভর্ন্যান্স’র নীতি থেকে সরে আসেনি জাপান সরকার।

যে শিক্ষার্থীর জন্য স্টেশনটি চালু ছিল, তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে আগামী মার্চ মাসে।

জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে এই ‘কামি শিরাতাকি স্টেশন’। নিতান্তই অজপাড়া গাঁ বলতে যা বোঝায় প্রায় তা-ই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় এখানকার কেউ খুব প্রয়োজন না হলে রেলপথে যাতায়াত করে না। জনহীনতার কারণে রেলদফতর স্টেশনটি বন্ধ করে দেওয়ারও ঘোষণা করে।

কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিদর্শকরা লক্ষ্য করেন, কানা হারাদা নামের একটি মেয়ে সারাবছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হবে। শুধুমাত্র তার জন্যই স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত হয় তখন।

জানা গেছে, স্থানীয় লোকজন ১৯৫৫ সালে এই স্টেশনটি গড়ে তোলেন। ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সুবিধা করে দিতেই তারা এ উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে এই স্টেশন থেকে কানা হারাদাই শুধু যাতায়াত করেন।

** একটি মেয়ের স্কুলে যেতে চালু একটি রেল স্টেশন!

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।