ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে হামলায় ২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে হামলায় ২ পুলিশ নিহত

ঢাকা: আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।



বুধবার (১৩ জানুয়ারি) দেশটির জালালাবাদ এলাকায় অবস্থিত পাকিস্তান কনস্যুলেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এ এলাকায় ভারত ও ইরানের কনস্যুলেটও অবস্থিত।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বোমা হামলা ছাড়াও একই সময় বন্দুক হামলার ঘটনাও ঘটেছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬/আপডেট: ১২১৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।