ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে ৩ মার্কিনি অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বাগদাদে ৩ মার্কিনি অপহৃত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ থেকে যুক্তরাষ্ট্রের তিন নাগরিককে অপহরণ করেছে জঙ্গিরা। একইসঙ্গে তাদের সহযোগী এক ইরাকি দোভাষীকেও অপহরণ করা হয়েছে।



সোমবার (১৮ জানুয়ারি) বাগদাদে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়। পরে বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দফতরও।

পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়, আমরা ওই নাগরিকদের অবস্থান চিহ্নিত করতে এবং তাদের উদ্ধার করতে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। দু’পক্ষই একযোগে কাজ করছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গত ১৫ জানুয়ারি ইরাকের দক্ষিণাঞ্চলের একটি এলাকা থেকে ওই চারজনকে আটক করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই তিন মার্কিনি ইরাকে ঠিকাদারির কাজে অবস্থান করছিলেন।

যদিও অপহৃত মার্কিনিদের সংখ্যার বিষয়টি খোলাসা করেনি দূতাবাস।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।