ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষটি ছবি: সংগৃহীত

ঢাকা: ১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষটি। ইয়াসুতারো কোইদে নামের এই ব্যক্তি জাপানের নাগোয়া শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন।

ইয়াসুতারো কোইদে ১৯০৩ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে তাকে গত বছর আগস্ট মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়। সে সময় তিনি তার এ দীর্ঘ আয়ুর রহস্য হিসেবে বলেছিলেন, মদ্যপান ও ধূমপান না করা এবং কোনো কিছুতে মাত্রা ছাড়িয়ে না গিয়ে বেঁচে থাকায় আনন্দ খুঁজে নেওয়া।

ইয়াসুতারো কোইদের মৃত্যুর পর বয়স্ক পুরুষ হিসেবে কে তার স্থলাভিষিক্ত হলেন, তা এখনও জানা যায়নি।

এদিকে, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে এখনও মুকুট ধরে রেখেছেন মার্কিন নারী সুসান্নাহ মুশাত জোন্স। তার বয়স ১১৬ বছর। গত বছর জাপানের মিসাও ওকাওয়ার মৃত্যুর পর তিনি এ মুকুটের অধিকারী হন। মিসাও ১১৭ বছর বয়সে মারা যান।

এখন পর্যন্ত গিনেস বুকের হিসাবে সবচেয়ে বেশি সময় বেঁচে ছিলেন ফ্রান্সের জিন কালমেন্ত। ১৯৯৭ সালের আগস্ট মাসে তিনি ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।