ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার রাজধানীতে রেস্টুরেন্টে বোমা হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১১, জানুয়ারি ২২, ২০১৬
সোমালিয়ার রাজধানীতে রেস্টুরেন্টে বোমা হামলায় নিহত ২

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর (Mogadishu) জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো অন্তত চারজন।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিচ ভিউ ক্যাফে নামে একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য প্রচার করছে।

এদিকে, আল কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। আল শাবাবের জঙ্গি অভিযানের মুখপাত্র শেখ আবদুয়াসিস আবু মুসাব আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে দাবি করেন, ক্যাফেটি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত অনেকে ক্যাফের ভেতরে ও বাইরে অনেকে পড়ে আছে।

এদিকে, পুলিশ বলছে, হামলার প্রায় এক ঘণ্টা পর সরকারি বাহিনী রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে। তবে ভেতরে কতোজন হতাহত রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি মেজর ফারাহ আবদুল্লে বলে এক পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।