ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাডুতে ৩ মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, জানুয়ারি ২৪, ২০১৬
তামিলনাডুতে ৩ মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের তামিলনাডু রাজ্যের ভিল্লুপুরামে শনিবার এসভিএস মেডিকেল কলেজের তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজন আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি।

তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

রোববার (২৪ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এ ঘটনায় পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে, যেখানে কলেজটির ব্যবস্থাপনা ও বিশেষ করে চেয়ারপারসনকে তাদের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে।

নিহত ছাত্রীদের পরিবারের দাবি, কলেজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন তারা।

এটি আত্মহত্যা নয়, তাদের খুন করা হয়েছে উল্লেখ করে সঠিক ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন এক ছাত্রীর বাবা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।