ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া! ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়া দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে জাপানি সংবাদসংস্থা কিয়োডোর এক প্রতিবেদনে। এক সপ্তাহের মধ্যে এ ধরনের একটি পরীক্ষা চালানো হতে পারে বলেও দাবি করা হয়েছে এতে।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করে সংবাদসংস্থাটি। এতে নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা দাবি করেছেন, স্যাটেলাইট ইমেজে এমন কিছুরই আলামত পাওয়া যাচ্ছে। ছবিগুলোর বিশ্লেষণে মনে হচ্ছে, পিয়ংইয়ং কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পশ্চিম উপকূলে তংচ্যাং-রি মিসাইল টেস্ট সাইটে অস্বাভাবিক কার্যক্রম পরিলক্ষিত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার পরপরই এ প্রতিবেদন প্রকাশ করলো কিয়োডো। গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। একইদিন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করে কিম জং-উন প্রশাসন।

পারমাণবিক ও মিসাইল কর্মসূচির জন্য উত্তর কোরিয়ার ওপর বেশ আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ৬ জানুয়ারির ঘটনার সুবাদে এবার আরও এক প্রস্থ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১২ সালের শেষদিকে সর্বশেষ দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। সে সময় দেশটি দাবি করে, তারা সফলভাবে কক্ষপথে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপণ করেছে। তবে বিশেষজ্ঞরা এ প্রচেষ্টাকে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল (আইসিবিএম) তৈরির চেষ্টা হিসেবেই দেখেছেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানি সংবাদসংস্থা কিয়োডোয় প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও দেশটির সংবাদসংস্থা ইয়োনহাপ-এ এক সরকারি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার মিসাইল সাইটে তারাও অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।