ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ১০০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টেক্সাসে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ১০০ শিক্ষার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: টেক্সাসের দক্ষিণ-পূর্ব অঞ্চল বিওমন্টের একটি স্কুলে কার্বণ মনোঅক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০ টার দিকে বিওমন্টের মারশাল মিডেল স্কুলে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তদন্তকারীরা ধারণা করছেন স্কুলটির বয়লার বিস্ফোরণের কারণে এই বিসাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের অসুস্থ করে দেয়।

এদিকে স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ স্থানে নিয়ে গেছে দেশটি ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় অসুস্থ সকল শিক্ষার্থী আশঙ্কামুক্ত আছে বলেও জানানো হয় সংবাদ মাধ্যমগুলোর খবরে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।