ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জানুয়ারি ২৯, ২০১৬
অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়ায় ছোট আকৃতির একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। ভিক্টোরিয়া পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



শুক্রবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়ার বেল্লারিন পেনিনসুলায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, হেলিকপ্টার থেকে পানির ওপরে তেলের রেখা ও ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে।

ছয় সিটের প্লেনটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

দুর্ঘটনার বিষয়ে নতুন করে কোন তথ্য জানা গেলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।