ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন বিবিসির খ্যাতিমান সাংবাদিক স্যার ওগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
চলে গেলেন বিবিসির খ্যাতিমান সাংবাদিক স্যার ওগন স্যার টেরি ওগন

ঢাকা: লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খ্যাতিমান সাংবাদিক স্যার টেরি ওগন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।



রোববার (৩১ জানুয়ারি) তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে স্যার টেরির পরিবারের সদস্যরা বলেন, ‘দীর্ঘসময় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আজ (রোববার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ’

বিবিসির ডিরেক্টর জেনারেল টনি হল বলেন, ‘টেরি সত্যি একজন জাতীয় সম্পদ ছিলেন। ’

স্যার টেরি দীর্ঘ ৫০ বছর ধরে টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬, আপডেট: ১৬০৩ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।