ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত ২১শ’ অন্তঃস্বত্ত্বা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, জানুয়ারি ৩১, ২০১৬
কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত ২১শ’ অন্তঃস্বত্ত্বা

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ২ হাজার ১শ’রও অন্তঃস্বত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত। বিভিন্ন দফতর থেকে তথ্য নিয়ে এ খবর দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।



ওই ইনস্টিটিউটের বরাত দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

দক্ষিণ আমেরিকা জুড়ে মশাবাহিত রোগটির কারণে মায়ের পেট থেকেই নানা সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু। যার কোনো চিকিৎসা বা ভ্যাকসিন এ পর্যন্ত আবিষ্কার হয়নি।
 
দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, রোগ বিস্তার-সংক্রান্ত বিদ্যার একটি বুলেটিনে কলম্বিয়ায় ২০ হাজার ২৯৭জন অন্তঃস্বত্তা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখনও কোনো অস্বাভাবিক শিশুর জন্ম বা মৃত্যুর খবর পাওয়‍া যায়নি।

ইনস্টিটিউটটি বলছে, আক্রান্ত অন্তঃস্বত্তাদের মধ্যে ৩৭ দশমিক ২ শতাংশ নটর দ্য সান্তাদর প্রদেশের। যা ভেনিজুয়েলা সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত ১৩ হাজার ৫০০ জনের মধ্যে দেশটিতে ৫৬০জন অন্তঃস্বত্তা জিকায় আক্রান্ত হয়েছেন।

সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, এ পর্যন্ত আমেরিকাসহ ২৩টি দেশ ও টেরিটরিজে জিকা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমএ/এইচএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।