ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলায় নিহত বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সিরিয়ায় বোমা হামলায় নিহত বেড়ে ৭০ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শিয়া মসজিদের কাছে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দামেস্কের দক্ষিণাঞ্চলে শিয়া সম্প্রদায়ের সাইয়েদা জয়নব মসজিদের কাছে এ হামলার ঘটনা ঘটে।

পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (‌আইএস) এর দায় স্বীকার করে নেয়।

প্রথম দিকে নিহতের সংখ্যা অর্ধশতকের কমে থাকলেও সোমবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এ সংখ্যা ৭০ এ দাঁড়িয়েছে বলে জানায়।

বিস্ফোরণে একটি বাস স্টেশন ও সামরিক সদর দফতরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেনেভায় সিরিয়া সংকট সমাধানে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার লক্ষ্যে দেশটির সরকার ও বিরোধী পক্ষগুলো আলোচনায় বসার প্রাক্কালে এ হামলার ঘটনাটি ঘটলো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, আলোচনা ভেস্তে দিতেই আইএস এমন কাণ্ড করেছে।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬/আপডেট ১৫৪৩ ঘণ্টা
আরএইচ/এইচএ

** সিরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫
** সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।